নিমন্ত্রণের রাত
নিমন্ত্রণের রাত(একটি বাস্তব ঘটনার অনুপ্রেরণায় রচিত ছোটগল্প)এম আনওয়ার উল হকবসন্তপুর — নদীর ধারে এক শান্ত গ্রাম। সকালবেলা ধানক্ষেতে কুয়াশা ঝুলে থাকে, বিকেলে পাখিরা দল বেঁধে ফেরে গাছের ডালে। এখানে জীবন চলে ধীরে, ধুলোমাখা গামছার মতো সহজ ও অকপট।কিন্তু কখনও কখনও, এই নির্জন গ্রামও লুকিয়ে রাখে সবচেয়ে হিংস্র রহস্য।অতনু ঘোষ গ্রামের পরিচিত মুখ। ছোট দোকান চালান,…